সম্রাট মৌলিক

ম্রাট মৌলিক কর্পোরেট জীবন ছেড়ে দীর্ঘ সময় ধরে নদী ও জল সংরক্ষণের কাজ করছেন। নদী ব্যবস্থাকে জানার জন্য, শেখার জন্য বাইসাইকেলে প্রায় সতেরো হাজার কিলোমিটার পাড়ি দিয়েছেন। ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, থাইল্যান্ড, উজবেকিস্তান ও রাশিয়ায় বিভিন্ন নদ-নদীকে প্রত্যক্ষ করেছেন। অর্জনকরেছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। সেই অভিজ্ঞতার ওপর ভিত্তি করে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি করছেন। এ যাবৎ লিখেছেন দু'টি বই। এবার তিনি মোট চারটি নদীকে পাঠকের সামনে পরিচিত করার লক্ষ্যে কলম ধরেছেন। সভ্যতার ক্রমবিকাশে নদ-নদীর অবদান মনে করিয়ে দেওয়ার জন্য গল্পের আড়ালে বর্ণনা করেছেন অনুপম নদী-কাহিনি।