ঈশানী রায়চৌধুরী
কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেডিওফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সের ছাত্রী হলেও প্রথম ভালোবাসা সাহিত্য। তিন দশকেরও বেশি সময় ধরে অনুবাদের কাজে যুক্ত। ভাষান্তরিত গ্রন্থগুলি সাহিত্য অকাদেমি,ন্যাশনাল বুক ট্রাস্ট, ধানসিড়ি,আজকাল, প্রতিভাস ইত্যাদি প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত । মৌলিক লেখালেখি হিসেবে পছন্দ করেন রম্য গদ্য আর ছোটো গল্প লিখতে। মৌলিক গ্রন্থগুলির প্রকাশক সৃষ্টিসুখ, ধানসিড়ি, মান্দাস, দ্য ক্যাফে টেবল, কমলিনী (দে'জ) ইত্যাদি সংস্থা। সম্প্রতি ভালোবেসে লিখছেন ছোটোদের জন্য ছোট্টো ছোট্টো গল্প: যেসব গল্পের মাধ্যমে কচিকাঁচাদের সবুজ আর অবুঝ মনের ক্যানভাসে হরেকরকম রং ধরানো যায়।