পরান বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ জীবনের নানারঙের ফুল আমি তুলে দিয়েছি আমার আত্মকথার অনুলেখক অলোকপ্রসাদ চট্টোপাধ্যায়ের হাতে। মালাটা সে গাঁথল। অনেক কথা, জীবনের অনেক

সুখ-দুঃখের ইতিবৃত্ত বললাম। লেখাও হল। বই হয়ে চলে এল ‘পরান-ঝাঁপি’। রায়টা কে দেবে? অবশ্যই যাঁরা পড়বেন। তাঁদের কাছে আমার কৃতজ্ঞতা রইল, অন্য কিছুর জন্যে নয়, কষ্ট করে বইটা পড়ার জন্যে। ভাল থাকবেন সবাই।

পরান বন্দ্যোপাধ্যায়়