বিতস্তা ঘোষাল
বিতস্তা ঘোষাল গল্পকার, কবি, প্রাবন্ধিক ও অনুবাদক। আধুনিক ইতিহাসে এম এ এবং লাইব্রেরি সায়েন্স পাশ করে কলেজে সাময়িক অধ্যাপনা। প্রকাশনা সংস্থা ভাষা সংসদের কর্ণধার ও 'অনুবাদ পত্রিকা'-র সম্পাদক। সাহিত্যের জন্য 'বাংলা আকাডেমি সারস্বত সম্মান', 'বিবেকানন্দ যুব সম্মান', 'একান্তর', 'কেতকী', 'বিজয়া সর্বজয়া নিবেদিতা', 'মদন মোহন তর্কালঙ্কার' সহ একাধিক পুরস্কারপ্রাপ্ত। বিতস্তার প্রকাশিত বই ৩৮টি। বাংলার সব কটি জনপ্রিয় পত্র-পত্রিকায় লেখা প্রকাশের পাশাপাশি তাঁর কবিতা ও গল্প হিন্দি, ওড়িয়া, অসমিয়া ও ইংরেজি, গ্রিস, ইতালি, ও স্প্যানিশে অনুবাদ হয়েছে। সম্প্রতি ওড়িয়া ভাষায় প্রকাশিত তার গল্প সংকলন 'রূপকথার রাজকন্যারা' ও 'হিরন্ময় পুরুষ তোমাকে'।