কল্লোল চৌধুরী

কল্লোল চৌধুরী দ্বিভাষিক কবি, গল্পকার, অনুবাদক, প্রাবন্ধিক ও গবেষক। এ যাবৎ প্রকাশিত গ্রন্থ এগারোটি এবং তাঁর প্রকাশিত সবক'টি গ্রন্থ পাঠক মহলে সমাদৃত। সাহিত্য অকাদেমি প্রকাশ করেছে তাঁর অনুবাদে জয়ন্ত মহাপাত্রের সাহিত্য অকাদেমি পুরস্কারপ্রাপ্ত কাব্যগ্রন্থ 'রিলেশনশিপ' এর বাংলা ভাষান্তর 'সম্পর্ক' (২০০৬)। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের তিনটি সংকলনে তাঁর লেখা লোককথা, গল্প ও কবিতার অনুবাদ সংকলিত হয়েছে (২০০৬, ২০১১)। নতুন দিল্লি থেকে ইংরেজিতে প্রকাশিত কুড়িটি ভাষার সংকলন 'ইন্ডিয়া ইন ভার্স'-এ তাঁর অনূদিত অসমিয়া কবিতা সংকলিত হয়েছে (২০১১)। তাঁর কবিতা ভারতের অন্যান্য আঞ্চলিক ভাষা ছাড়া কয়েকটি বিদেশি ভাষাতেও অনূদিত হয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের সংকলনে প্রকাশিত তাঁর গল্প প্রখ্যাত ব্রিটিশ লেখিকা গিলিয়ান রাইট কর্তৃক প্রশংসিত হয়েছে। পাঞ্জাবের ভাতিন্ডায় ওয়ার্ল্ড পোয়েট্রি কনফারেন্সে ২০১৯ সালে তিনি 'স্টার অ্যামব্যাসেডর অব ওয়ার্ল্ড লিটারেচার' সম্মানে ভূষিত। সম্প্রতি আর্জেন্টিনা থেকে কবিতার জন্য তিনি 'ইনভিয়ারনো রিভিস্টা অফিসিয়াল ম্যাগাজিন ২০২৩ অ্যাওয়ার্ড' পেয়েছেন।