মনোজ মিত্র

মনোজ মিত্র জন্ম ২২ ডিসেম্বর

১৯৩৮, সাতক্ষীরা, বাংলাদেশ। শিক্ষা কলকাতায় স্কটিশচার্চ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। দর্শনশাস্ত্রে এম এ। কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবনের শুরু। অবসর গ্রহণকালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের শিশিরকুমার ভাদুড়ি অধ্যাপক। গল্প লেখা দিয়ে শুরু। প্রথম নাটক মৃত্যুর চোখে জল (১৯৫৯)। সুন্দরম নাট্যসংস্থার প্রতিষ্ঠাতা-নির্দেশক ও অভিনেতা। বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত নাটক রচনা। বেশির ভাগ নাটক বিভিন্ন ভারতীয় ও বিদেশি ভাষায় অনুদিত। চলচ্চিত্র ও মঞ্চের প্রখ্যাত অভিনেতা। অভিনয় বিষয়ক আলোচনা গ্রন্থের রচয়িতা। ছোটদের জন্যে লেখালেখিতেও সমান জনপ্রিয়। ১৯৮৫-তে নাটকরচনার জন্যে জাতীয় স্তরে সংগীতনাটক আকাদেমি পুরস্কারলাভ। এছাড়াও দীনবন্ধু পুরষ্কার, কলকাতা বিশ্ববিদ্যালয়, এশিয়াটিক সোসাইটি, পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি সহ ২০১১-তে বাংলাদেশ থিয়েটার দল প্রদত্ত মুনীর চৌধুরী পুরস্কারে সম্মানিত।