 
                        
                    কাকলি কলতান
কাকলি পশ্চিমবঙ্গ পুলিশের পরিচিত মুখ। ডাকাত অধ্যূষিত মুরুটিয়া থানায় পশ্চিমবঙ্গ পুলিশের প্রথম মহিলা ওসি। নিপুণ দক্ষতায় বর্ডার সংলগ্ন এলাকায় ডাকাতি দমন করেছিলেন। বেশ কিছু ডাকাতকে তিনি সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনেছিলেন। পরবর্তীকালে ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে কাজ করেছেন, সিআইডি-র নারী ও শিশু সুরক্ষা দপ্তর এবং মানব পাচার বিরোধী দপ্তরে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি তিনি কাজ চালিয়ে গেছেন মানব পাচারের বিরুদ্ধে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে। পাচার হওয়া মানুষদের উদ্ধারের কাজে নিজেকে নিয়োজিত করেছেন।
কাকলি এযাবৎ কবিতা ও প্রবন্ধই লিখেছেন। সেখানে তিনি কাকলি কলতান। এই বইতে তাঁর সত্য ঘটনা অবলম্বনে গল্প লেখারকলি কলতান
 
            