অমিত্রসূদন ভট্টাচার্য

জন্ম ৮ নভেম্বর ১৯৪২, হিন্দুস্থান পার্ক, কলকাতা। ১৯৬৪, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ। পরে পি.আর.এস এবং পিএইচ.ডি। ১৯৬৬তে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যোগদান। ২০০৭-এ রবীন্দ্র- অধ্যাপকরূপে অবসর গ্রহণ। দীর্ঘকাল বিশ্বভারতী পত্রিকার সম্পাদক।বিশ্বভারতীর বিদ্যাভবন ও নিপ্পনভবনের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। নিপ্পনভবন থেকে জাপানী ও বাংলা দ্বিভাষিক পত্রিকা 'তোসামারু’র প্রতিষ্ঠাতা সম্পাদক। বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর নৈহাটির বঙ্কিম ভবন গবেষণাকেন্দ্রে অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন। বঙ্কিম জীবনীকারের বর্তমান চর্চার মুখ্য বিষয় রবীন্দ্রনাথ। এই চর্চা গত তিন দশক জুড়ে পরিব্যাপ্ত।

বহু গ্রন্থের লেখক এবং সম্পাদক।