অনুভা সেন বন্দ্যোপাধ্যায়
সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সংগীতে স্নাতক, স্নাতকোত্তর এবং পি এইচ.ডি বিশ্বভারতী সংগীত ভবন থেকে ও বি.এড বিশ্বভারতী, বিনয় ভবন থেকে। ছেলেবেলায় মায়ের হাতে গানের প্রাথমিক পাঠগ্রহণ এরপর দুর্গাপুর স্কুল অফ মিউজিক থেকে শাস্ত্রীয়-সংগীত ও রবীন্দ্রসংগীতে ডিপ্লোমা সম্পূর্ণ করে বিশ্বভারতীতে রবীন্দ্রসংগীত বিষয়ে পাঠ শুরু। সংগীতগুরু স্বর্গীয় স্বস্তিকা মুখোপাধ্যায়ের একনিষ্ঠ ছাত্রী; দীর্ঘ ১২ বছর তাঁর গীতধারায় শিক্ষাগ্রহণ করেন। শাস্ত্রীয় সংগীতে পাঠগ্রহণ করেছেন আচার্য্য জয়ন্ত বসুর কাছে। রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে স্বদেশে, বিদেশে, বেতার ও দূরদর্শনে তাঁর সংগীত সমাদৃত, একাধারে শিল্পী ও অধ্যাপক হিসেবে রবীন্দ্রসংগীতের সঠিক প্রচার ও প্রসারে আগামীদিনেও তিনি অগ্রণী ভূমিকা পালনদ্যোপাধ্যায়