মৌসুমী বন্দ্যোপাধ্যায়
আমি মৌসুমী বন্দ্যোপাধ্যায়। জন্ম পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়। পড়াশোনা বাণিজ্য বিষয় নিয়ে হলেও শৈশব থেকে সাহিত্য প্রীতি। আনন্দবাজার রবিবাসরীয়, আজকাল রবিবাসর, দেশ, সানন্দা, আনন্দমেলা, সন্দেশ, কিশোর ভারতী, সাপ্তাহিক বর্তমান, সুখী গৃহকোণ, কথাসাহিত্য, গল্পপাঠ সহ বিভিন্ন বাণিজ্যিক, অবাণিজ্যিক, মুদ্রিত ও ওয়েব ম্যাগাজিনে গল্প, অণুগল্প ও কবিতা প্রকাশিত হয়েছে। বিভিন্ন প্রকাশনা থেকে চারটি বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে তিনটি বড়দের ও একটি ছোটদের জন্য। এছাড়াও বহু যৌথ সংকলনে প্রকাশিত হয়েছে গল্প, অণুগল্প।়