প্রতিমাশিল্পী মালা পাল

কুমারটুলির প্রথম মহিলাশিল্পী মালা পাল অনূর্ধ্ব ১৮ বছর বয়সেই পেয়েছেন জাতীয় স্বীকৃতি। তাঁর গড়া মূর্তি তাঁর স্কুলে পুজো হয়। বাবার অকস্মাৎ মৃত্যু হলে তিনি বাবার অসমাপ্ত কাজ শেষ করে নজরে আসেন। একলব্য শিল্পী মালা পাল মনে করেন মূর্তি গড়ার কাজ কুমারটুলির বাইরেও ছড়িয়ে দিতে হবে পেশাগত ভাবে। এই তাঁর ব্রত।