ত্রিদিব চট্টোপাধ্যায়
জন্ম ৩০ অক্টোবর ১৯৫৮। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম. এসসি। রহস্য, কল্পবিজ্ঞান এবং ইতিহাস-নির্ভর সাহিত্যে ইতিমধ্যেই পরিচিত। নবকল্লোল, শুকতারা, আজকাল, প্রতিদিন, শারদীয়া বর্তমান, পুরশ্রী প্রভৃতি পত্রিকায় প্রচুর গল্প লিখেছেন। প্রকাশিত বই—চিলেকোঠায় কত কাণ্ড, লেখালিখির গল্প, আলোর মানুষ, জগুমামা রহস্য সমগ্র ১,২,৩,৪ ও ৫, কালো দানোর আতঙ্ক, ডাক এলে যেতেই হয়, শেষনাগের বিষ, শ্রীমান বিচ্ছু, সাবধান! সাসপেন্স, তুমি পিতামহ, গোপন প্রেম, দ্বীপের নাম কালাডেরা, মৃত্যুকে আমি দেখেছি, ভৌতিক অলৌকিক, অসি বাজে ঝনঝন, আজও রোমাঞ্চকর প্রভৃতি। সম্পাদিত বইয়ের মধ্যে ‘সেরা সমগ্র কিশোর ভারতী' উল্লেখযোগ্য। ১৯৯৫ সাল থেকে কিশোর ভারতী পত্রিকার প্রধান সম্পাদক। ২০২৩ সালে ছোটদের সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ‘বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার'-এ সম্মানিত। ২০০৭ সালে রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত। এ ছাড়াও পেয়েছেন ‘অতুল্য ঘোষ স্মৃতি- পুরস্কার’, রোটারি ‘বঙ্গরত্ন’, ‘প্রথম আলো সম্মান' ইত্যাদি বেসরকারি নানা সম্মান ও পুরস্কার।