রঞ্জন বন্দ্যোপাধ্যায়

লেখালেখি এবং সাহিত্যচর্চার পঞ্চাশ বছর এবং পঞ্চাশটিরও বেশি গ্রন্থ পেরিয়ে রঞ্জন বন্দ্যোপাধ্যায় অর্জন করেছেন বাংলা সাহিত্যে তাঁর নিজস্ব পরিসর। তাঁর লেখার মনোহর প্রসাদগুণ, তাঁর গদ্যের দ্যুতি, তাঁর বিষয়ের বৈচিত্র্য, তাঁর মনন ও প্রকাশের বৈদগ্ধ— এই সমবেত টান রঞ্জনের লেখাকে দিয়েছে বর্ণিল প্রবাহ। তিনি বিতর্কিত, সন্দেহনেই। কিন্তু তিনি তর্কাতীত বেস্টসেলার।