শান্তনু রায়চৌধুরী

শান্তনু রায়চৌধুরী ব্যক্তিগত জীবনে একজন সঙ্গীত শিল্পী। সঙ্গীতের বিভিন্ন ধারায় তাঁর অনায়াস গতায়াত দেখলে অনুভূত হয় তাঁর মনন চিন্তনের গভীরতা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর শান্তনুর ছোটবেলা থেকেই উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত ও ভারতীয় সঙ্গীতের নানান ধারায় তালিম। সংগীত দর্শনের যে রসায়ন তা কবিগুরু, ঠাকুর-মা-স্বামীজি এবং তাঁর সঙ্গীত গুরু শ্রী সুবীর চক্রবর্তীর শিক্ষায় অন্তর্বোধে জাগ্রত করা সম্ভব ব'লে বিশ্বাসী শান্তনুর গায়কীর আদর্শ শ্রদ্ধেয় রফি সাব। তাই সেই ভাব-গুরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য থেকেই বাংলায় এই পুস্তক লেখার প্রয়াস।