পণ্ডিত অজয় চক্রবর্তী

পণ্ডিত অজয় চক্রবর্তী, বিশ্ববিখ্যাত কিংবদন্তি ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী। তিনি ভারতীয় সংগীতের সর্বকালের মহান গুরুদের একজন হিসাবে বিবেচিত। তিনি ধ্রুপদ, খেয়াল, ঠুমরি সহ বিশুদ্ধ টপ্পা, গীত, গজল, ভজন, কীর্তন, শ্যামসঙ্গীত, নজরুলগীতি চর্চা ও পরিবেশন করেন। চলচ্চিত্রে গান গেয়ে পেয়েছেন শ্রেষ্ঠ প্লে-ব্যাক সিঙ্গারের পুরস্কার। তিনি গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে তিরিশ বছরেরও বেশি সময় সংগীত শিক্ষা নিয়েছেন। তিনিই আইটিসি সংগীত রিসার্চ একাডেমির একমাত্র স্বর্ণপদক বিজয়ী ফেলো, বিশেষজ্ঞ কমিটির সদস্য এবং সর্ববরিষ্ঠ গুরু। তাঁর সংগীত সাধনার শুরু শিশুকালে। গুরুর নির্দেশে কলকাতায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বি.এ ও এম.এ পরীক্ষায় রেকর্ড নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার।

সংগীত রিসার্চ একাডেমিতে স্কলার হিসেবে যুক্ত হয়ে বিশ্ব ভ্রমণে প্রথমেই সানফ্রানসিসকো। পেয়েছেন সাম্মানিক ডিলিট, আইআইইএসটি শিবপুর সহ একাধিক শিক্ষালয় থেকে। তিনি পেয়েছেন কুমার গন্ধর্ব জাতীয় পুরস্কার ১৯৯৩; সংগীত নাটক একাডেমি পুরস্কার, দিল্লি, ২০০০; পদ্মশ্রী ২০১১; আলভার বিরাসত পুরস্কার ২০১২; মহা সঙ্গীত সম্মান এবং বঙ্গবিভূষণ, পশ্চিমবঙ্গ, ২০১২; পণ্ডিত ওমকারনাথ ঠাকুর শাস্ত্রীয় সঙ্গীত পুরস্কার ২০১৪; জাতীয় তানসেন সম্মান; মধ্যপ্রদেশ, ২০১৫; গুরু জ্ঞানপ্রকাশ ঘোষ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০১৫; তানসেন সম্মান ২০১৫; অজয় চক্রবর্তী