প্রদীপ মুখোপাধ্যায়

প্রদীপ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৪০ সালে কলকাতার বাসভবনে। ১৯৬৪ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এম এ। ইংরাজী সাহিত্যের চর্চা। ইউ কো ব্যাঙ্কে কর্মজীবন ও অবসর গ্রহণ। স্বগৃহে শিক্ষকতা চালিয়ে যেতে-যেতে বছরের পর বছর জাতীয় গ্রন্থাগারে অধ্যায়ন। গৃহের সন্নিকটে বলেই ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তিন দশক ধরে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে।

প্রথম পুস্তক 'স্বাধীনতা আমার স্বাধীনতা' ১৯৩৭থেকে ১৯৪৭ অবধি লিখিত। দেশ-বিভাগের কুটিল কাঁটায় হিন্দু মুসলমান নির্বিশেষে জর্জরিত। হত্যা, লুণ্ঠন, ধর্ষণের ছবি উপস্থাপিত করা হয়েছে। অনেক রক্তনদী পেরিয়ে স্বাধীনতা এসেছে শঙ্খনিনাদে। বর্তমান পুস্তক 'স্বাধীনতার অর্ধশতক' কাঁটায়-কাঁটায় পঞ্চাশ বছর নয়, বাজপেয়ীর শাসনকাল অবধি লিখিত। নেহরু, শাস্ত্রী, ইন্দিরা সরকারের প্রথম পর্যায়ে অবধি এক ধরণের ছবি। তারপর দুর্নীতির কালসাপ মাথা তুলেছে। একটির পর একটি ঢেউ উঠেছে, ভাসিয়ে নিয়ে গেছে নৈতিকতা। অর্থনৈতিক বিশ্লেষণ তুলে ধরে দেখানো হয়েছে অন্যান্য দেশের তুলনায় আমরা কোথায়? প্রকৃত সমাজমঙ্গুখোপাধ্যায়