ডঃ কৃষ্ণপদ দাস

জন্ম ১৯৬৩, ব্যারাকপুর। ১৯৭৯ সালে 'বিভাব সাংস্কৃতিক সংস্থা'য় যোগদান এবং আবৃত্তি ও অভিনয়ে হাতেখড়ি। আকাশবাণীর 'যুববাণী', দূরদর্শনে আবৃত্তি, ১৯৮৭ সাল থেকে আকাশবাণীর অস্থায়ী ঘোষক, নাট্য বিভাগে অভিনেতা হিসেবে 'বি-হাই গ্রেড', 'প্রাত্যহিকী' অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপক। ১৯৯০-'৯৩ দূরদর্শন কলকাতায় নিয়মিত সংবাদ পাঠক। ১৯৯৪ সালে স্থায়ী প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট। প্রায় চার দশক আকাশবাণী ও দূরদর্শনে কর্মসূত্রে বাচিকশিল্প ও নাট্যচর্চার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত; তাঁর মুকুটে রয়েছে অনেক ব্যক্তিগত ও সমষ্টিগত সাফল্যের পালক। আবৃত্তিতে 'প্রদীপ ঘোষ স্মৃতি সম্মাননা' পেয়েছেন। কলকাতা দূরদর্শন থেকে প্রোগ্রাম এক্সিকিউটিভ পদ থেকে অবসরগ্রহণের আগে পাঁচ বছর 'একুশ শতকের শৌখিন নাট্যচর্চা ও বাণিজ্যিক নাট্যচর্চার প্রত্যাশা ও প্রাপ্তি' নিয়ে গবেষণা করে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি পেয়েছেন।