 
                        
                    অলোকপ্রসাদ চট্টোপাধ্যায়
অলোক প্রসাদ চট্টোপাধ্যায় বিশিষ্ট সাংবাদিক, লেখক, কবি। তিনি আজকাল এর সংস্কৃতি সম্পাদক। আজকাল প্রকাশিত তাঁর অনুলিখিত সুচিত্রা মিত্রের আত্মকথা 'মনে রেখো' এবং কণিকা বন্দ্যোপাধ্যায় এর 'আনন্দ ধারা' আজও সমান জনপ্রিয়। তাঁর উপন্যাস, কবিতার বইও সমাদৃত।
 
            