ডাক্তার সুকুমার মুখার্জি
১৯৩৬ সালে কলকাতায় জন্ম । কলকাতা মেডিক্যাল কলেজ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর। ১৯৬৬ সালে লন্ডন পাড়ি। এডিনবরায় জেনারেল মেডিসিনে এমআরসিপি। কার্ডিওলজিতে আবারও এমআরসিপি। ভারতে ফিরে প্রথম সরকারি চাকরি বাঁকুড়া মেডিক্যাল কলেজে ৷ ১৯৭৬ সালে যোগ দেন কলকাতা মেডিক্যাল কলেজে। ১৯৯৪ অবধি সেখানেই। ১৯৮৪-তে হন মেডিসিনের বিভাগীয় প্রধান। চিকিৎসক-শিক্ষক হিসেবে তাঁর খ্যাতি দেশজুড়ে। বঙ্গবিভূষণ-সহ পেয়েছেন একাধিক জীবনকৃতি সম্মাননা। রামকৃষ্ণ মিশনে দীক্ষিত মানুষটি চিকিৎসার অবসরে নিজেকে ব্যস্ত রাখেন রবীন্দ্রসংগীত আর আধ্যাত্মিক বইয়ের পরিমণ্ডলে। এখনও গভীর রাত অব্দি রোগী দেখেন। বাড়ি ফিরে ভোর চারটেয় খেতে পারেন প্রিয় বিরিয়ানি, ফিস ফ্রাই!