দেবাশিস দত্ত
দেবাশিস দত্ত ৪৪ বছর ধরে পায়ে চাকা লাগানোর ভঙ্গিমায় ক্রিকেট ও ফুটবল আন্তর্জাতিক ক্ষেত্রে আজকালের হয়ে উপস্থিত ছিলেন। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ৬৭। এখনো একই রকম ভাবে যোগাযোগ রেখে চলেছেন সুনীল গাভাস্কার থেকে সৌরভ গাঙ্গুলী, শচীন তেন্ডুলকার থেকে অনিল কুম্বলে, ভিভিয়ান রিচার্ডস থেকে স্যর জিওফ্রে বয়কট, এ্যালান বর্ডার থেকে জাহির আব্বাস সব দেশে শীর্ষ স্থানিয় ক্রিকেটারদের সঙ্গে এমনি বন্ধুত্ব তাঁর। ক্রিকেটের বাইবেল হিসাবে চিহ্নিত ইংল্যাণ্ড থেকে প্রকাশিত উইজডেন অ্যালমাণাক এ নিয়মিত লিখে চলেছেন। এছাড়া পৃথিবীর বিভিন্ন প্রথম সারির পত্রপত্রিকায় তার লেখা দেখা যায়। এছাড়া বিবিসি টিভি চ্যানেল সহ বিভিন্ন আন্তর্জাতিক চ্যানেলে নিয়মিত তার বক্তব্য শোনা যায়। এই বইয়ের লেখার বিষয় বয়কট।