মৌ রায়চৌধুরী
ছেলেবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকায় পারদর্শী। নেশা ছিল গল্পের বই পড়া। মায়ের কাছে ধরা পড়ে মনে মনে প্রতিজ্ঞা- বড় হয়ে নিজেই লিখব। আর-একটু বড় হতেই কবিতা লেখার ঝোঁক। বিবাহসূত্রে বিশাল এক কর্মজগতে ব্যস্ত থেকেও সাহিত্য অনুরাগিণী মানুষটি সঙ্গীতচর্চা করেছেন, লেখালেখি করেছেন নিয়মিত।
তাঁর কাজকর্মের জগতে মিলেমিশে থেকেছে সাহিত্য, সিনেমা, গান।
নিভৃত অনুভূতি ধরা পড়েছে প্রকাশিত কবিতার বই- 'মা', 'কবি তোমাকে', 'মনখারাপের কোলাজ'-এর মধ্যে। 'সুস্থ', 'সফর', 'খেলা' পত্রিকার প্রত্যেক সংখ্যায় থাকত তাঁর গভীর যত্ন এবং প্রশ্রয়। আজকাল শারদ সংখ্যার সম্পাদনাসূত্রে লিখেছেন বেশ কিছু স্মৃতিগদ্য। সেই নির্ভার গদ্যে ধরা পড়েছে তাঁর স্বচ্ছ জীবনদর্শন। তাঁর বিভিন্ন সময়ের নানা স্বাদের লেখা, কর্মময়, বর্ণময় জীবনের ছবি দিয়ে সাজানো হল এই সংকলন গ্রন্থটি। তাঁর 'আনন্দগান'-এর সুর ছড়িয়ে পড়ুক পাঠায়চৌধুরী