শ্যামলী আচার্য

শ্যামলি আচার্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর এবং 'ফ্রেস ওয়াটর ইকোলজি' বিষয়ে গোবেষনা করে পিএচডি পেলেও একমাত্র প্যাশান গল্প লেখা। পেয়েছেন অনেক পুরস্কার, তার মধ্যে উল্লেখযোগ্য হল অণন্ত কুমার স্মৃতি পুরস্কার, অভিযান পাবলিশার আয়োজিত মহাভারতের বিষয়ভিতিক মৌলিক গল্প রচনায় প্রথম পুরস্কার। প্রথম গল্পের বই 'অসামাপ্ত চিত্র নাট্য' সংকলন গাংচিল প্রকাশোনা থেকে প্রকাশিত।